Wellcome to National Portal
জাতীয় ক্রীড়া পরিষদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd মার্চ ২০২৪

সচিব দপ্তর

সচিব দপ্তর

সচিব দপ্তরের কার্যাবলীঃ

১. পরিষদের বার্ষিক পরিকল্পনা প্রণয়ন;

২. পরিষদ এবং নির্বাহী কমিটির সিদ্ধান্ত এবং নীতি বাস্তবায়ন;

৩. পরিষদের বাজেট চূড়ান্তকরণ;

৪. জাতীয় ক্রীড়া পরিষদ আইনের সকল সংশোধনী এবং আইন অধ্যাদেশের আলোকে বিধি প্রণয়ন সংক্রান্ত কার্যাবলী;

৫. মন্ত্রিপরিষদ বিভাগ ও সচিব কমিটির সভার জন্য মাসিক ও বার্ষিক কর্মকান্ডের প্রতিবেদন প্রশাসনিক মন্ত্রণালয়ে প্রেরণ সংক্রান্ত কার্যাদি;

৬. পরিষদ চেয়ারম্যানের নির্দেশ মোতাবেক পরিষদ সভা, কার্যনির্বাহী কমিটির সভা এবং বিভিন্ন উপ-কমিটির সভা আহ্বান এবং সভার সিদ্ধান্তসমূহ সংশ্লিষ্ট সকলকে অবহিতকরণসহ বাস্তবায়ন নিশ্চিতকরণ:

৭. জাতীয় ক্রীড়া ফেডারেশন/বিভাগীয়/জেলা/উপজেলা ক্রীড়া সংস্থা/এসোসিয়েশনের গঠনতন্ত্র, বিধি, উপবিধি প্রণয়ন ও সংস্থাপন কার্য সম্পাদন;

৮.   জাতীয় ক্রীড়া ফেডারেশন/সংস্থাকে স্বীকৃতি ও অনুদান প্রদান;

৯.   পরিষদের এ্যাফিলিয়েটেড সংগঠনসমূহের নির্বাচন/এডহক কমিটি গঠন/পুনর্গঠন সম্পর্কিত বিষয়ে কোন মামলা দায়ের হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;

১০.   ক্রীড়াজগত ও লাইব্রেরীর ব্যবস্থাপনা;

১১.   সরকারের সহিত যোগাযোগ ও সমন্বয়;

১২.   কোন প্রকল্প বা পূর্ব নির্ধারিত নয় এমন আন্তঃমন্ত্রণালয় সভায় প্রতিনিধি প্রেরণ।

 

সচিব

বৈদেশিক নিয়োগ কমিটির শর্তাবলী মোতাবেক প্রেষণে নিয়োগকৃত কর্মকর্তা পরিষদের সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন । সচিবের দায়িত্ব নিম্নরুপঃ

কর্মসম্পাদন ব্যবস্থাপনাঃ

১. এ দপ্তরের প্রধান হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি অন্যান্য শাখা (প্রশাসন, পরিকল্পনা ও উন্নয়ন, ক্রীড়া এবং অর্থ) সমূহের সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন ;

২. পরিষদের খসড়া পরিকল্পনা অনুমোদন, পরামর্শ সভা আয়োজন এবং চূড়ান্ত অনুমোদনের জন্য নির্বাহী কমিটিতে উপস্থাপন;

৩. বাৎসরিক কর্মকান্ডের প্রতিবেদন প্রশাসনিক মন্ত্রণালয়ে  প্রেরণ;

৪. মন্ত্রণালয়, সংসদীয় স্থায়ী কমিটির সভা এবং সভাপতি কর্তৃক অনুমোদিত, বিভিন্ন সভা, সেমিনার ইত্যাদিতে জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধিত্ব করণ;

৫. পরিষদ সমন্বয় সভা, কার্যনির্বাহী সভা ও বিভিন্ন উপ-কমিটির সভা বিষয়ক কার্যাদি মনিটরিং করণ;

৬. পরিষদ এবং নির্বাহী কমিটির সিদ্ধান্ত এবং নীতি বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ;

৭. কোন প্রকল্প বা পূর্ব নির্ধারিত নয় এমন আন্তঃমন্ত্রণালয় সভায় প্রতিনিধি প্রেরণ;

৮. সচিবালয় নির্দেশমালা ও অন্যান্য নির্দেশনা অনুযায়ী স্ব-দপ্তরের ব্যবস্থাপনা কাজ পরিচালনা এবং অন্যান্য শাখায় (প্রশাসন, পরিকল্পনা ও উন্নয়ন, ক্রীড়া এবং অর্থ) তা অনুসরণের ব্যবস্থা গ্রহণ ;

৯. জাতীয় ক্রীড়া পরিষদের সকল শাখার সচ্ছতা, জবাবদিহিতা ও আইনের অনুশাসন নিশ্চিতকরণ;

১০. পরিচালক (প্রশাসন)-এর অনুপস্থিতিতে পরিচালক (প্রশাসন) এর দায়িত্ব পালন।

মানবসম্পদ ব্যবস্থাপনাঃ

১. পরিষদের মানবসম্পদ উন্নয়ন ও শৃঙ্খলাসংক্রান্ত বিষয়াদি তত্ত্বাবধান করণ;

২. এ দপ্তরের কর্মকর্তাদের বিধিমোতাবেক দায়িত্ব বন্টন, ছুটি অনুমোদন এবং এ সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণ;

৩. পরিষদের সকল কর্মকর্তা/কর্মচারীর সার্বিক কর্মবণ্টন প্রতিপালনের তদারকিকরণ;

৪. পরিষদের পরিচালকবৃন্দের বার্ষিক গোপনীয় অনুবেদন (ACR) এ প্রতিস্বাক্ষর পূর্বক চেয়ারম্যানের নিকট প্রেরণ এবং অন্যান্য কর্মকর্তাদের ক্ষেত্রে তাপ্রদান;

৫. দপ্তরের কোন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ;

৬. দাপ্তরিক সকল কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার নিশ্চিতকরণে কার্যকরী ব্যবস্থা গ্রহণ।

আর্থিক ব্যবস্থাপনাঃ

১. পরিষদের সার্বিক কর্মকান্ডের আর্থিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়াদি তত্ত্বাবধান করণ;

২. পরিষদের আয়ন-ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব পালন;

৩. ২০,০০০/-(বিশ হাজার) টাকা পর্যন্ত প্রাক-অনুমোদন;

৪. পরিষদের বাজেট চূড়ান্তকরণে বাজেট ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন।

সাধারণ শাখা

ডকুমেন্টেশন তথা লিয়াজোঁ অফিসার

সচিবের সহকারী হিসাবে দায়িত্ব পালন করবেন এবং এ শাখার সকল নথিপত্র তার মাধ্যমে কর্তৃপক্ষের নিকট উপস্থাপিত হবে। এই পদের দায়িত্ব নিম্নরুপ:

১. সব শাখার সমন্বয়ে পরিষদের মাসিক ও বার্ষিক কর্মকান্ডের প্রতিবেদন তৈরী করা ও প্রশাসনিক মন্ত্রণালয় বরাবর প্রেরণে সচিবকে সহায়তা করা;

২. কর্তৃপক্ষের  নির্দেশে পরিষদের সকল নীতি নির্ধারণী  মূলক কাজে মতামত ও সুপারিশ গ্রহণকরা এবংতা প্রবর্তন, সংশোধন, পরিবর্তন ও পরিবর্ধন যথাযথ প্রক্রিয়ায় সম্পাদন করা;

৩. সরকারী সকল নীতির বাস্তবায়ন পর্যবেক্ষণ করতঃ অর্থ শাখা কতৃক প্রস্তুতকৃত বাজেট অনুমোদনের পূর্বে বাজেট রিভিউ প্রতিবেদন প্রস্তুত করা ও কর্তৃপক্ষের  নিকট তা পর্যালোচনার জন্য উপস্থাপন করা;

৪. কর্তৃপক্ষের  নির্দেশক্রমে নির্বাহী কমিটির সভা ও পরিষদ সমন্বয় সভার  কার্যপত্র ও কার্যবিররণী প্রস্তুত ও সংশ্লিষ্ট সকলকে অবহিত করা;

৫. ফেডারেশন/স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র, বিধি ও উপবিধি সংক্রান্ত সুপারিশ গ্রহণ করা ও কর্তৃপক্ষের নির্দেশে তা প্রণয়ন বা সংশোধনের উদ্যোগ গ্রহণ করা;

৬. মন্ত্রণালয়, সংসদীয় স্থায়ী কমিটির সভা ও সভাপতি কর্তৃক অনুমোদিত বিভিন্ন সভা, সেমিনারে সচিব এর নির্দেশ মোতাবেক কার্য সম্পাদন করা;

৭. সচিব কর্তৃক সরকারের সহিত যোগাযোগ ও সমন্বয় কাজে সহযোগিতা করা;

৮. সরকার কর্তৃক বিভিন্ন আইনী সংশোধনীর উপর মতামত ও মন্ত্রীপরিষদ বিভাগ কর্তৃক প্রেরিত পত্রের উত্তর প্রস্তুত করে যথাযথ কতৃপক্ষের নিকট উপস্থাপন করা;

৯. কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক সাধারণশাখা সংশ্লিষ্ট তথ্য তলবকারী প্রতিষ্ঠান/ব্যক্তিকে প্রদানের ব্যবস্থা করা;

১০. সাধারণ শাখার কর্মকান্ডের সচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে পরিষদের নীতি নির্ধারণী বিষয়, অফিস আদেশ, সভার নোটিশ ও কার্যবিবরণী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ওয়েব সাইটে প্রকাশের ব্যবস্থা নেওয়া;

১১. কর্তৃপক্ষের আরোপিত অন্যান্য নির্দেশ পালন করা।

 

সেক্রেটারী/প্রশাসনিক কর্মকর্তা (ফেডারেশন)

সেক্রেটারী ফেডারেশন সচিব কর্তৃক প্রদানকৃত নির্দিষ্ট ক্রীড়া সংস্থা/ফেডারেশন/স্থানীয় ক্রীড়া সংস্থা সমূহের দায়িত্ব পালন করবেন। জাতীয় ক্রীড়া পরিষদের সাথে সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থা/ফেডারেশনের সমন্বয়, সহযোগিতা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় কাজ করবেন। এই পদের দায়িত্ব নিম্নরুপ : 

১. সংশ্লিষ্ট ফেডারেশনের সাথে জাতীয় ক্রীড়া পরিষদের সকল চুক্তি/শর্ত/নীতির বাস্তবায়ন পর্যবেক্ষণ করা;

২. ক্রীড়া ফেডারেশন/সংস্থাকে স্বীকৃতি প্রদান সংশ্লিষ্ট বিষয় পর্যবেক্ষণ ও এ সংক্রান্ত কার্যাদি সম্পাদন করা;

৩. অঙ্গসংগঠন সমূহের নির্বাচন, এডহক কমিটি গঠন বা পুনঃগঠন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক সম্পন্ন করা এবং এ সংক্রান্ত কোন মামলা দায়ের হলে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া;

৪. ফেডারেশনের বার্ষিক কর্মপরিকল্পনা তৈরীতে সহায়তা করা এবং তার বাস্তবায়ন মূল্যায়নে কতৃপক্ষকে সহায়তা করা;

৫. ফেডারেশনের প্রশাসনিক মান উন্নয়নে সহায়তা ও সুপারিশ করা;

৬. পরিষদ কর্তৃক অনুদান প্রদানের লক্ষ্যে ক্রীড়া ফেডারেশন/সংস্থা ও ক্রীড়া শাখার সাথে সমন্বয় এর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা;

৭. ফেডারেশন/ স্থানীয় ক্রীড়া সংস্থার বিভিন্ন টুর্নামেন্টে জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধিত্ব করা;

৮. এই শাখার আওতায় সকল সভার সার্বিক ব্যবস্থাপনা (অভ্যর্থনা, সভার উপকরণ, আপ্যায়ন ইত্যাদি) নিশ্চিত করা;

৯. কর্তৃপক্ষের নির্দেশে মোতাবেক পর্যবেক্ষণ সাপেক্ষে সংশ্লিষ্ট ফেডারেশন সমূহের কর্মকান্ডের উপর প্রতিবেদন দাখিল করা;

১০. সংশ্লিষ্ট ফেডারেশন/ক্রীড়া সংস্থার সকল তথ্য সংগ্রহ করা এবং কর্তৃপক্ষের নিদের্শে তা তলবকারীকে প্রদানের ব্যবস্থা করা;

১১. কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য নির্দেশ পালন করা।

 

ক্রীড়াজগত

 

সম্পাদক

এ শাখার প্রধান কার্যনির্বাহী হিসেবে দায়িত্ব পালন এবং পত্রিকার সম্পাদনা, নীতি-নির্ধারণ, নিয়ন্ত্রণ ও বাস্তবায়ন বিষয়ক মুখ্য ভূমিকা পালন করবেন। এই পদের দায়িত্ব ও কর্তব্য নিম্নরুপঃ

১. পত্রিকার সুষ্ঠ, নির্বিঘ্ন ও সার্বিক ক্রীড়া তথ্য সম্বলিত প্রকাশনার স্বার্থে এর প্রচার, বিপণন, বিজ্ঞাপন, ক্রীড়া প্রশিক্ষণ এবং দেশ-বিদেশের ক্রীড়াবিষয়ক বিভিন্ন ইভেন্ট আলোকপাত করার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া;

২. মুদ্রণের জন্য লেখক, আলোকচিত্রী ও প্রদায়কদের সম্মানী নির্ধারণ ও প্রদান করা;

৩. পত্রিকা দেশ-বিদেশে প্রচারের জন্য যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ করা;

৪. সরকারের নীতিমালার আলোকে পত্রিকার জন্য দেশ-বিদেশের পত্র-পত্রিকা, বই-পুস্তক, আলোকচিত্র, সিডি/ডিভিডি, নিবন্ধ, প্রতিবেদন, আলোকচিত্র, কার্টুন, স্কেচ, গ্রাফিক্স ক্রয় ও সংগ্রহ করা;

৫. কর্তৃপক্ষের নির্দেশে বই-পুস্তক, পত্র-পত্রিকা, সাময়িকী, বাৎসরিক ক্যালেন্ডার সম্পাদনা ও প্রকাশ করা;

৬. পত্রিকার আয়-ব্যয় সংরক্ষণ ও যথাসময়ে কর্তৃপক্ষের কাছে পেশ করা;

৭. পত্রিকার আর্কাইভ ও রেকর্ডস সংরক্ষণ ও তত্ত্বাবধান করা;

৮. ক্রীড়াজগত পত্রিকার নিজস্ব ওয়েবসাইটে সকল তথ্য প্রদান করা;

৯. দেশের খেলাধুলার প্রসার ও মান উন্নয়ন এবং তরুণ সমাজকে খেলাধুলায় আকৃষ্ট করার জন্য ক্রীড়াজগত পত্রিকার মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা:

১০. পত্রিকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিকভাবে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করা;

১১. পত্রিকা পরিচালনায় দৈনন্দিন সিদ্ধান্তসমূহ নিষ্পন্ন করা;

১২. ক্রীড়াজগত পত্রিকা সময়মতো প্রকাশনার স্বার্থে জরুরী প্রয়োজনে তাৎক্ষণিক ব্যয় নির্বাহ করা।

 

প্রডাকশন ম্যানেজার

১. যথাসময়ে যথাযথভাবে ক্রীড়াজগত প্রকাশ ও বিতরণের তদারকি করা;

২. সার্কুলেশন বিভাগের প্রধান হিসেবে পত্রিকার বিলের অর্থ আদায়সহ এজেন্সিসমূহের সাথে যোগাযোগ রক্ষা করা;

৩. পত্রিকার ছাপা ও প্রকাশনার গুণগত মান নিশ্চিত করা;

৪. পত্রিকা ছাপা, প্রকাশনা, বিতরণ ও বিক্রির যাবতীয় হিসাবপত্র খতিয়ে দেখা;

৫. কর্তৃপক্ষের নির্দেশক্রমে যে কোনো বই-পুস্তক, পত্র-পত্রিকা, সাময়িকী ইত্যাদি প্রকাশনায় সার্বিক দায়িত্ব পালন;

৬. প্রশাসনিক ও দাফতরিক কাজে সম্পাদককে সহযোগিতা করা;

৭. সম্পাদকের নির্দেশনা অনুযায়ী ক্রীড়াজগত দৈনন্দিন কাজ, লেখালেখীতে সহায়তা করা।

 

সহকারী সম্পাদক

১. সম্পাদকের সহকারী হিসাবে দায়িত্ব পালন করা;

২. সম্পাদকের কাজ সম্পাদনে সহযোগিতা ও পরামর্শ প্রদান করা;

৩. প্রধান উপ-সম্পাদকীয়, সম্পাদকীয়, রচনা ও পর্যালোচনা বিষয়ক নিবন্ধ লিখা;

৪. ইন্টারনেট ব্রাউজ করে ছবি ও তথ্য সংগ্রহ করা;

৫. সম্পাদকের নির্দেশ মোতাবেক অন্যান্য দায়িত্ব পালন করা।

গ্রন্থাগার

গ্রন্থাগারিক

গ্রন্থাগার বিষয়ক সকল কাজের তত্ত্বাবধান করবেন।এ পদের দায়িত্ব নিম্নরুপ:

১. লাইব্রেরীর জন্য বাজেট ও পরিকল্পনা প্রস্তাব প্রণয়ন ও বাস্তবায়ন তদারকি করা;

২. লাইব্রেরীর সমৃদ্ধকরণে প্রয়োজনীয় বই, লেখনী, পত্র-পত্রিকা ইত্যাদি সংগ্রহ ও সংরক্ষণ করা;

৩. লাইব্রেরী সংক্রান্ত নীতি ও পদ্ধতির উন্নয়ন করা;

৪. আদর্শ শ্রেনীকরণ পদ্ধতির আলোকে লাইব্রেরীর সমস্ত পুস্তকাদি, প্রকাশনা, পত্রিকাকে কোড, শ্রেণীবিন্যাস ও ক্যাটালগ আকারে সুসজ্জিত করার ব্যবস্থা নেওয়া;

৫. লাইব্রেরী সংক্রান্ত জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক গৃহীত নীতির বাস্তবায়ন করা;

৬. এ শাখায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিকভাবে তত্ত্বাবধান ও দিক নির্দেশনা প্রদান করা।

৭. পাঠকের অভিযোগ গ্রহণ করা ও যথাযথ ব্যবস্থা নেওয়া;

৮. লাইব্রেরীর শৃঙ্খলা রক্ষা করে এর উপযোগী পাঠদান পরিবেশ সৃষ্টি করা।

৯. লাইব্রেরীতে পড়া, বই গ্রহণ বা ফেরত দেওয়া, বই সেলভিং করা ও জিনিস পত্র ব্যবহারে লাইব্রেরীর নিয়ম নীতির বাস্তবায়ন নিশ্চিত করা;

১০. পাঠকের কাঙ্খিত বইয়ের সহজ প্রাপ্তির লক্ষ্যে ডাটাবেইজ ইনডেক্সিং করা;



COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon