Wellcome to National Portal
জাতীয় ক্রীড়া পরিষদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd মার্চ ২০২৪

ক্রীড়াজগত

পরিষদ ১৯৭৭ সালের ২০ জুলাই থেকে “ক্রীড়াজগত” নামের একটি পাক্ষিক পত্রিকা বের করে আসছে। পাক্ষিক ক্রীড়াজগত এ দেশের খেলাধুলার প্রসার ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি তরুণ ও যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করছে। ক্রীড়াঙ্গনের সুখ-দুঃখের নীরব সহচর পাক্ষিক ‘ ‘ক্রীড়াজগত’ এ দেশের ক্রীড়া ইতহিাসের অংশ হয় উঠেছে। কেননা, ‘ক্রীড়াজগত’ এখন শুধু একটি পত্রিকা নয়- দেশের ক্রীড়া ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান। যে কোন তথ্য, ছবি  ও রেকর্ডসের জন্য নির্ভরযোগ্য  অবলম্বন ‘ক্রীড়াজগত’। এ দেশের ক্রীড়াঙ্গনের যাবতীয় কর্মকান্ড ‘ক্রীড়াজগত’-এর পাতায় পাতায় প্রতিফলিত। দেশের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করার ক্ষেত্রে ‘ক্রীড়াজগত’ গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

'ক্রীড়াজগত’ প্রকাশের লক্ষ্য ও উদ্দেশ্য :
১। দেশের খেলাধুলার প্রসার ও মানোন্নয়ন।
২। চিত্ত-বিনোদনের অভাব পুরণ এবং সুষ্ঠু ও সুন্দর সমাজ গড়ে তোলা।
৩। দেশের কিশোর,তরুণ ও যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা।
৪। দেশের খেলাধুলার প্রকৃত সমস্যা নির্ধারণ ও তা সমাধানে গঠনমূলক আলোচনা ও দিক-নির্দেশনা প্রদান।
৫। রেফারেন্স বুক’ হিসেবে ক্রীড়াঙ্গনের যাবতীয় তথ্য, ইতিহাস, ঐতিহ্য, ছবি ও রেকর্ডস সংরক্ষণ।
৬। বাণিজ্যিক ভিত্তিতে নয়, সেবামূলক খাত হিসেবে ‘ক্রীড়াজগত’ প্রকাশ।
৭। দেশের খেলোয়াড়ও সংগঠকদের পাশাপাশি ক্রীড়াঙ্গনে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি।
৮। খেলাধুলার আইন-কানুন তুলে ধরা।