আজ জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ শেখ কামাল মিলনায়তনে দিনব্যাপী জাতীয় ক্রীড়া পরিষদের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী অায়োজিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
সভায় উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন, যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ আবু বকর ছিদ্দীক, সংস্কৃতি সচিব মোঃ আবুল মনসুর, তথ্য কমিশনার আবদুল মালেক প্রমুখ। অনুষ্ঠান সন্ঞালনা করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের সভাপতিবৃন্দ, সাধারণ সম্পাদকবৃন্দ, দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দসহ ক্রীড়া সংশ্লিষ্ট অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এ বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন। বার্ষিক সাধারণ সভায় ফেডারেশন এবং দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দসহ উপস্থিত ব্যক্তিবর্গ ক্রীড়ার উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।