যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন দপ্তর / সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ-এর উদ্যোগে উদ্ভাবন ও সেবা সহজীকরণ - ২০২১ বিষয়ক ০৩ (তিন) দিন ব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা কক্সবাজারে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান জনাব জাহিদ আহসান রাসেল, এমপি, বিশেষ অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জাতীয় ক্রীড়া পরিষদের ভাইস-চেয়ারম্যান জনাব মো: আখতার হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব পরিমল সিংহ (যুগ্মসচিব), জনাব হামিম হাসান, পরিচালক (প্রশাসন)।
০৩ (তিন) দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় পরিষদের প্রায় ২৭ জন বিভিন্ন শাখার কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি নৈসর্গিক সৌন্দর্য্যের জন্য বিখ্যাত বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত শহর, মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র কক্সবাজার-এর সমুদ্র সৈকতের খুব কাছে একটি হোটেলে (গ্রীনভীউ) অনুষ্ঠিত হয়।
কর্মশালার স্থির ছবি - প্লিজ এখানে ক্লিক করুন