Wellcome to National Portal
জাতীয় ক্রীড়া পরিষদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ সেপ্টেম্বর ২০২৪

ক্রীড়া শাখা

ক্রীড়া শাখার কার্যাবলীঃ

১. জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত খেলাধুলাসহ ফেডারেশন এবং সহযোগী সংস্থাসমূহের বার্ষিক/মৌসুমী খেলাধুলা অনুষ্ঠানের বর্ষপঞ্জি তৈরি;

২. পরিষদের আওতাভূক্ত বিভিন্ন সংস্থা ও ফেডারেশনের মধ্যে কার্যাবলীর সমন্বয় সাধন;

৩. দেশব্যাপী খেলাধুলার উন্নয়ন সংক্রান্ত;

৪. ক্রীড়া প্রতিনিধি (দল)/কর্মকর্তাদের বিদেশে প্রেরণ এবং বৈদেশিক ক্রীড়াদল/কর্মকর্তাদের বাংলাদেশে আনয়ন, ক্রীড়ায় অংশগ্রহণের ব্যবস্থাকরণ;

৫. ফেডারেশন ও অন্যান্য সহযোগী সংস্থার অনুকূলে অর্থ বরাদ্দের সুপারিশ;

৬. দুঃস্থ ক্রীড়াবিদ/সংগঠক ও স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়দের আর্থিক সহায়তা এবং প্রশিক্ষকদের কিট্স এলাউন্স ভাতা প্রদান সংক্রান্ত কার্যাদি;

৭. ক্রীড়াসামগ্রী আমদানী, ক্রয় ও বণ্টন সস্পর্কিত কার্যাদি;

৮. ক্রীড়া সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি সম্পাদন;

৯. ক্রীড়া ও ক্রীড়া সংশ্লিষ্ট কোন মামলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;

১০. পরিষদের আওতাধীন ক্রীড়া ভেন্যু, মাঠ, হোস্টেল, অডিটরিয়াম, কনফারেন্স রুম, সভাকক্ষ বরাদ্দকরণ;

১১. প্রশিক্ষকদের প্রশিক্ষণ ও অনুশীলন সংক্রান্ত;

১২. ক্রীড়া সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুুতকরণ;

১৩. জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদানের জন্য প্রস্তাব প্রেরণ।

 

পরিচালক (ক্রীড়া)

কর্মসম্পাদন ব্যবস্থাপনাঃ

১. ক্রীড়া শাখার প্রধান কার্যনির্বাহী হিসাবে দায়িত্ব পালন;

২. পরিষদের আওতাধীন ক্রীড়া ভেন্যু, মাঠ, হোস্টেল, অডিটরিয়াম, কনফারেন্স রুম, সভাকক্ষ বরাদ্দকরণ বিষয়াদি মনিটরিং করণ;

৩. ক্রীড়া সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি, ক্রীড়া প্রতিনিধি (দল)/কর্মকর্তাদের বিদেশে প্রেরণ এবং বৈদেশিক ক্রীড়াদল/কর্মকর্তাদের বাংলাদেশে আনয়ন ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহনে সভাপতিকে সহায়তা প্রদান ও ব্যবস্থাপনা মনিটরিং করণ;

৪. পরিষদের সাথে ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন/সংস্থা সাথে সমন্বয় করণ;

৫. ক্রীড়া ফেডারেশন/সংস্থার চাহিদার প্রেক্ষিতে প্রশিক্ষক প্রেরণ, প্রশিক্ষণ কর্মসূচী অনুমোদন ও তদারকী করণ;

৬. ক্রীড়া ফেডারেশন/সংস্থাকে অনুদান প্রদানের জন্য সচিব বরাবর প্রস্তাব প্রেরণ;

৭. সচিবালয় নির্দেশমালা ও অন্যান্য নির্দেশনা অনুযায়ী পরিচালনা করণ;

৮. এ শাখার সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ।

মানবসম্পদ ব্যবস্থাপনাঃ

১. শাখার মানবসম্পদ উন্নয়ন ও শৃঙ্খলা বিষয়াদি তত্ত্বাবধান করণ;

২. শাখার কর্মকর্তা/কর্মচারীর সার্বিক কর্মবন্টন প্রতিপালনের তদারকী করণ;

৩. এ দপ্তরের কর্মকর্তাদের বিধিমোতাবেকনৈমিত্তিক ছুটি অনুমোদন এবং এ সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণ;

৪. শাখার অধিনস্থ কর্মকর্তাদের বার্ষিক গোপনীয় অনুবেদন (ACR) প্রতিস্বাক্ষর পূর্বক সচিবের নিকট প্রেরণ;

৫. শাখার আওতাধীন কোন কর্মকর্তা ও কর্মচারীর অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ;

৬. শাখার সকল কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার নিশ্চিতকরণে কার্যকরী ব্যবস্থা গ্রহণ।

আর্থিক ব্যবস্থাপনাঃ

১. শাখার সার্বিক কর্মকান্ডের আর্থিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়াদি তত্ত্বাবধান করণ;

২. পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৮ অনুসারে শাখার প্রকিউরমেন্ট ইনটিটি হিসাবে দায়িত্ব পালন;

৩. বাজেট বরাদ্দ থাকা সাপেক্ষে Deligation of Financial Power অনুসরণ পূর্বক ক্রীড়াপুঞ্জী তৈরী ও ক্রীড়া সামগ্রী সংক্রান্ত যাবতীয় ক্রয় প্রাক্কলন অনুমোদন, বাস্তবায়ন ও বন্টন সংক্রান্ত বিষয় তদারকি করণ;

৪. পরিষদের ভেন্যু সমূহের যথাযথ প্রক্রিয়ায় ভাড়া প্রদান ও নির্ধারিত খাতে জমাদান মনিটরিং করণ;

৫. দুঃস্থ ক্রীড়াবিদ/সংগঠকদের আর্থিক সহায়তা প্রদান;

৬. স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়দের মাসিক ভাতা প্রদান;

৭. প্রশিক্ষকদের কিটস এলাউন্স ভাতা প্রদান।

 

 

 

সহকারী পরিচালক (ক্রীড়া)

পরিচালকের সহকারী হিসাবে দায়িত্ব পালন করবেন এবং এই শাখার সকল নথিপত্র তার মাধ্যমে কর্তৃপক্ষের নিকট উপস্থাপিত হবে।সুনির্দিষ্টভাবে এই পদের দায়িত্ব নিম্নরুপঃ

১ প্রশিক্ষকদের সমন্বয়ে ক্রীড়া ক্ষেত্রের মান উন্নয়নে বাজেট ও পরিকল্পনা প্রস্তাব প্রনয়ণ করা;

২. ক্রীড়া ফেডারেশন ও সংস্থাসমূহের সাথে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে বার্ষিক/মৌসুমী খেলাধুলা অনুষ্ঠানের বর্ষপঞ্জি তৈরি করা;

৩. ক্রীড়া প্রতিনিধি (দল)/কর্মকর্তাদের বিদেশে প্রেরণ এবং বৈদেশিক ক্রীড়াদল/কর্মকর্তাদের বাংলাদেশে আনয়ন, ক্রীড়ায় অংশগ্রহণের ক্ষেত্রে উপযুক্ততা যাচাই করা এবং কর্তৃপক্ষের নির্দেশে সুপারিশ ও সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা;

৪. ক্রীড়া সামগ্রী আমদানী, ক্রয়, বন্টন সংক্রান্ত কার্যাদি বিষয়ে দায়িত্ব পালন করা;

৫. পরিষদের আওতাধীন সকল ক্রীড়া ভেন্যু, মাঠ, হোস্টেল, অডিটোরিয়াম, সভাকক্ষ সংশ্লিষ্ট ক্ষেত্রেরদায়িত্বশীল কর্মকর্তার মতামত সাপেক্ষেবরাদ্দদেওয়ার ব্যবস্থা করা;

৬. ক্রীড়া শাখার আওতায় গৃহীত প্রকল্পের ব্যবস্থাপনা কার্যাদি সম্পাদন করা;

৭. বিভিন্ন ক্লাব/প্রতিষ্ঠান/সংস্থা ও দুঃস্থ ক্রীড়াবিদ/সংগঠকদের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কার্যাদি কতৃপক্ষের নির্দেশে পালন করা;

৮. স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়দের মাসিক ভাতা এবং প্রশিক্ষকদের কিটস এলাউন্স ভাতা প্রদানের যথাযথ ব্যবস্থা নেওয়া;

৯. ক্রীড়া সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি সম্পাদনে পরিচালককে মতামত ও সুপারিশ প্রদান এবং এ ব্যাপারে কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক উদ্যোগ গ্রহণ করা;

১০. শাখার সচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে এ শাখার তথ্য যথাঃ নোটিশ, অফিস আদেশ, দরপত্র ইত্যাদি কর্তৃপক্ষের নির্দেশক্রমে ওয়েব সাইটে প্রকাশের ব্যবস্থা নেওয়া;

১১. ক্রীড়া শাখা সংশ্লিষ্ট তথ্য তলবকারী মন্ত্রণালয়, সংস্থা বা ব্যক্তিকে কর্তৃপক্ষের নির্দেশে যথাযথ প্রক্রিয়ায় প্রদান করা;

১২. ক্রীড়া শাখার মাসিক/বার্ষিক কর্মকান্ডের প্রতিবেদন তৈরী করা;

১৩. কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত অন্যান্য নির্দেশ পালন করা।

 

প্রশিক্ষক

১. কর্তৃপক্ষের নির্দেশক্রমে স্ব-প্রতিষ্ঠানে/ফেডারেশন/সংস্থায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা;

২. স্ব-স্ব ক্ষেত্রে প্রশিক্ষণ কর্মসূচী তৈরী করে কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া;

৩. প্রশিক্ষণ গ্রহণকারী খেলোয়াড়দের খেলার মান মূল্যায়নও সনদ প্রদানের ব্যবস্থা নেওয়া;

৪. বিভিন্ন প্রক্রিয়ায় নির্বাচিত/বাছাইকৃত খেলোয়াড়দের পরিচর্যা ও অনুশীলনের ব্যবস্থা করা;

৫. প্রশিক্ষণ সংশ্লিষ্ট ব্যবহার্য ক্রীড়া সামগ্রী, পোশাক, প্রশিক্ষণ স্থান ইত্যাদিরসংস্থানে যথাযথ উদ্যোগ নেওয়া;

৬. ক্রীড়া প্রতিভা অন্বেষন কর্মসূচীর আওতায় সকল দায়িত্ব পালন করা;

৭. ক্রীড়া ফেডারেশন/সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে বাছাইকৃত খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে খেলার সুযোগ সৃষ্টি করা;

৮. কৃর্তীমান খেলোয়াড়দের ’জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার’ প্রদানের জন্য প্রস্তাব প্রেরণ করা;

৯. কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করা এবং প্রশিক্ষণ তথা ক্রীড়া কার্যক্রমের উপর স্ব-স্ব ক্ষেত্রে মাসিক প্রতিবেদন দাখিল করা;

১০. কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য নির্দেশ পালন করা।

 

ক্রীড়া সংগঠিকা

১. বিভিন্ন ক্রীড়া ফেডারেশন ও সংস্থা হতে ক্রীড়া সামগ্রীর চাহিদাপত্র গ্রহণ, মূল্যায়ণ, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন এবং তদানুযায়ী ক্রীড়া সামগ্রী বন্টন বিষয়ে দায়িত্ব পালন করা;

২. জাতীয় পরিষদের আওতাধীন সকল খেলাধুলা অনুষ্ঠিত হওয়ার ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করা এবং অনুষ্ঠিত খেলার যাবতীয় তথ্য সংরক্ষণ করা;

৩. মাঠ, ভেন্যু, অডিটোরিয়াম বরাদ্দের ক্ষেত্রে সহকারী পরিচালককে সহায়তা ও সুপারিশ প্রদান করা;

৪. সংসদীয় প্রশ্নের উত্তর প্রদান সংক্রান্ত প্রতিবেদন তৈরী করা;

৫. ক্রীড়া সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত পূর্বক যথাযথ প্রক্রিয়ায় মন্ত্রণালয়ে প্রেরণ করা;

৬. কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক অন্যান্য দায়িত্ব পালন করা করা।