Wellcome to National Portal
জাতীয় ক্রীড়া পরিষদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ ডিসেম্বর ২০২৪

পরিকল্পনা ও উন্নয়ন শাখা

Planning & Development Branch

পরিকল্পনা উন্নয়ন শাখা

  

পরিকল্পনা উন্নয়ন শাখার কার্যাবলীঃ

১. পরিষদের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, পর্যবেক্ষণ এবং মূল্যায়ন;

২. সকল ধরনের স্থাপনা যথাঃ স্টেডিয়াম, জিমন্যাসিয়াম, সুইমিংপুল, ইনডোর স্টেডিয়াম, ক্রিকেট নেট প্রাকটিস, এ্যাথলেটিকস ট্র্যাক, হকি টার্ফ, হোস্টেল, অফিস ভবন, আবাসিক ভবন ইত্যাদি নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও সংস্কার;

৩. বিভাগীয়, জেলা, উপজেলা পর্যায়ে ক্রীড়া স্থাপনা নির্মাণ কাজে স্থানীয় মাস্টার প্ল্যান, ভূমি অধিগ্রহণ পরিকল্পনা ইত্যাদির সাথে সমন্বয় রক্ষা করা;

৪. পরিষদের আওতাধীন স্থাপনা সংশ্লিষ্ট সকল ভৌত অবকাঠামো যথাঃ রাস্তা, ফুটপাত, পার্কিং জায়গা, ড্রেন, ইত্যাদি নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও সংস্কার;

৫. স্থাপনা সমূহে উপযোগ (Utility) অর্থাৎ পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থা, রক্ষণাবেক্ষণ ও সংস্কার;

৬. জেলা, উপজেলাসহ তৃনমূল পর্যায়ে খেলার মাঠ উন্নয়ন ও সংস্কার;

৭. পরিষদের সৌন্দর্য্যবর্ধন মূলক উন্নয়ন সংক্রান্ত কার্যাদি,

৮. উন্নয়ন প্রকল্প/কর্মসূচী ও নির্মাণ সংক্রান্ত যে কোন মামলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

 

পরিচালক (পরিকল্পনা উন্নয়ন)

কর্মসম্পাদন ব্যবস্থাপনাঃ

১. পরিকল্পনা ও উন্নয়ন শাখার প্রধান কার্যনির্বাহী হিসাবে দায়িত্ব পালন;

২. পরিষদের আওতাধীন সকল উন্নয়নমূলক কাজের সময়মত বাস্তবায়ন মনিটরিং করণ;

৩. উন্নয়ন/নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা পূর্বক সমস্যা চিহ্নিত করণ ও সমাধানের উদ্যোগ গ্রহণ এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করণ;

৪. পরিষদের সকল ধরনের স্থাপনা ও অবকাঠামো সমূহের নির্মাণ বা সংস্কার কাজ তদারকি করণ;

৫. উন্নয়ন বা নির্মাণ কাজের ড্রয়িং-ডিজাইন অনুমোদন, প্রাক্কলন অনুমোদনের প্রক্রিয়াকরণ ও বাস্তবায়ন তদারকিকরণ;

৬. স্থাপনা ও ভৌত অবকাঠামো বিষয়ক সুষ্ঠু পরিকল্পনা, নকশা, প্রাক্কলন এবং নির্মাণ ও সংস্কারে সংশ্লিষ্ট ক্ষেত্রের আদর্শ গুনগত মান বজায়ে ব্যবস্থা গ্রহণ;

৭. সচিবালয় নির্দেশমালা ও অন্যান্য নির্দেশনা অনুযায়ী পরিচালনা করণ;

৮. শাখার সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ;

৯. পরিকল্পনা ও উন্নয়ন শাখার কর্মকর্তা/কর্মচারীদের দায়িত্ব ন্যস্তকরণ;

১০. কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত অন্যান্য নির্দেশ পালন করণ।

 

মানবসম্পদ ব্যবস্থাপনাঃ

১. শাখার মানবসম্পদ উন্নয়ন ও শৃঙ্খলা বিষয়াদি তত্ত্বাবধান করণ;

২. শাখার সকল কর্মকর্তা/কর্মচারী সার্বিক কর্মবন্টন প্রতিপালনের তদারকি করণ;

৩. এ শাখার কর্মকর্তাদের বিধিমোতাবেক নৈমিত্তিক ছুটি অনুমোদন এবং এ সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণ;

৪. শাখার আওতাধীন কর্মকর্তাদের বার্ষিক গোপনীয় অনুবেদন (ACR) প্রতিস্বাক্ষর পূর্বক সচিবের নিকট প্রেরণ;

৫. শাখার আওতাধীন কোন কর্মকর্তা ও কর্মচারীর অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা;

৬. শাখার সকল কাজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার নিশ্চিতকরণে কার্যকরী ব্যবস্থা গ্রহণকরণ;

৭. পরিষদের সভাপতির অনুমোদনক্রমে প্রকল্প প্রকৌশলী পদায়ন করণ এবং পরিষদের সচিবের অনুমোদনক্রমে উপ-সহকারী প্রকৌশলী ও অন্যান্যদের পদায়ন করণ।

আর্থিক ব্যবস্থাপনাঃ

১. শাখার সার্বিক কর্মকান্ডের আর্থিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়াদি তত্ত্বাবধান করণ;

২. সরকারী নীতিমালা/পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৮ অনুসারে উক্ত শাখার প্রকিউরমেন্ট ইনটিটি হিসাবে দায়িত্ব পালন;

৩. বাজেট বরাদ্দ থাকা সাপেক্ষে Deligation of Financial Power অনুসরণ পূর্বক নির্মাণ বা সংস্কার কাজের দরপত্র আহবান, মূল্যায়ন ও পরামর্শ নিয়োগ করণ।

 

সহকারী পরিচালক (পরিকল্পনা উন্নয়ন)

পরিচালকের সহকারী হিসাবে দায়িত্ব পালন করবেন এবং এই শাখার সকল নথিপত্র তার মাধ্যমে কর্তৃপক্ষের নিকট উপস্থাপিত হবে। সুনির্দিষ্ট ভাবে এই পদের দায়িত্ব নিম্নরূপঃ

১. প্রকল্প গ্রহণ, প্রাক্কলন ও নকশা প্রস্তুতের বিষয়ে প্রক্রিয়াকরণ এবং বাস্তবায়নের সকল পর্যায়ে প্রকল্প প্রকৌশলী ও পরিকল্পনা কর্মকর্তার কাজের সমন্বয় করা;

২. নির্মাণ প্রকল্পের ঠিকাদারী কাজের গুনগত মান বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা;

৩. পরিকল্পনা মাফিক গৃহীত প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া;

৪. সংশ্লিষ্ট শাখার মাসিক, ত্রৈমাসিক ও বাৎসরিক প্রতিবেদন তৈরী করা;

৫. উন্নয়ন প্রকল্প এবং নির্মাণ সংক্রান্ত যে কোন মামলায় কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা;

৬. শাখার সমস্ত সার্কুলার যথাঃ দরপত্র. এনওএ, নোটিশ, অফিস আদেশ ইত্যাদি প্রনয়ণ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা করা;

৭. শাখার সংশ্লিষ্ট তথ্য মন্ত্রণালয়, সংস্থা বা ব্যক্তিকে কর্তৃপক্ষের নির্দেশে উপযুক্ত প্রক্রিয়ায় প্রদান করা;

৮. সংসদের প্রশ্নোত্তর সংক্রান্ত তথ্যাদি প্রণয়ন করা এবং অডিট বিষয়ক কার্যাবলী সম্পন্ন করা;

৯. নির্মাণ কাজে পাবলিক প্রকিউরমেন্ট সংক্রান্ত বিষয় যেমন- কোটেশন, দরপত্র আহবান প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় দলিলাদি প্রস্তুত করা;

১০. শাখার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য নির্দেশ পালন করা।

 

প্রকল্প প্রকৌশলী

১. সকল নির্মাণ প্রকল্পের প্রকল্প বাস্তবায়নে প্রকল্প ব্যবস্থাপনার পরিকল্পনা তৈরী করা;

২. প্রকল্প/কর্মসূচী গ্রহণের প্রি-সার্ভে কাজ করার লক্ষ্যে পরিকল্পনা শাখাকে সহযোগিতা করা;

৩. সকল প্রকল্প/কর্মসুচীর প্রাক্কলন ও নকশা ইত্যাদি প্রস্তুতকরণ বা মুল্যায়ন করা ও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তা অনুমোদনের জন্য প্রক্রিয়াকরণ করা;

৪. সকল স্থাপনা নির্মাণ কাজের স্ট্রাকচারাল সল্যুশন, প্লাম্বিং ও ইলেকট্রিক সংক্রান্ত সকল কাজের তত্ত্বাবধান করা;

৫. দরপত্রের শর্ত  মোতাবেক কার্য বাস্তবায়ন করা;

৬. মাসিক, ত্রৈমাসিক,বাৎসরিক ভিত্তিক নির্মাণাধীন প্রকল্প/কর্মসূচীর অগ্রগতি প্রতিবেদন (Progress Report) বিল তৈরী করা/ পরিকল্পনা শাখাকে অবহিত/সরবরাহ করা;

৭. প্রত্যেক প্রকল্প সুসম্পন্ন হওয়ার পর Project Completion Report (PCR) তৈরীতে পরিকল্পনা শাখাকে তথ্যাদি সরবরাহ করে সহযোগিতা প্রদান করা;

৮. কাজের আদর্শ মান নিয়ন্ত্রণে মেটারিয়াল টেস্ট, রড, পাইলিং ইত্যাদি সংশ্লিষ্ট বিষয় সম্পন্নকরণ।

৯. উপ-সহকারী প্রকৌশলীদের কাজের মুল্যায়ন ও তদারকি করা;

১০. উপ-সহকারী প্রকৌশলী কর্তৃক প্রদত্ত অভিযোগ গ্রহন করা এবং তার সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়া।

১১. মাঠ পর্যায়ে উন্নয়ন প্রকল্প/কর্মসূচীর কাজ সম্পাদনের পর বিল পরিশোধে পরিকল্পনা শাখাকে অবহিতকরণ;

১২. কর্তৃপক্ষের আরোপিত অন্যান্য নির্দেশ পালন করা।

 

পরিকল্পনা কর্মকর্তা

১. বিভাগীয় কার্যালয় বা ফেডারেশন/সংস্থা হতে গৃহিত নির্মাণ সংক্রান্ত চাহিদার উপর কর্তৃপক্ষ বা কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের আলোকে পরিকল্পনা তৈরী করা;

২. শাখার আওতায় উন্নয়ন প্রকল্প সহ Report on Plan and Priorities (RPP) প্রতিবেদন তৈরী করা। প্রকল্প/কর্মসূচী প্রণয়নের/গ্রহণের পূর্বে সংশ্লিষ্ট সাইড প্রি-সার্ভে করা;

৩. উন্নয়ন প্রকল্পের Development Project Proforma (DPP)/ কর্মসূচীর PPNB প্রণয়ন করা; তা বিএমসি, পিইসি ও ECNEC/অর্থ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন প্রক্রিয়ার যাবতীয় বিষয়ে দায়িত্ব পালন করা;

৪. বিভাগীয় কার্যালয়ের সমন্বয়ে ও সহযোগীতায় উন্নয়ন প্রকল্প/কর্মসূচীর চুড়ান্ত বাস্তবায়নযোগ্যতা প্রতিবেদন (Feasibility Report) তৈরী করা;

৫. বৃহৎ প্রকল্প বাস্তবায়নে প্রয়োজন বিবেচনায় কর্তৃপক্ষের নির্দেশে উক্ত প্রকল্পের Environment Impact Assessment (EIA) প্রতিবেদন তৈরী করা এবং পরিবেশবান্ধব ও সামাজিক গ্রহণযোগ্যতা আনয়নে দিক নির্দেশনা প্রদান করা;

৬. স্থানীয় পর্যায়ে চাহিদার ভিত্তিতে গৃহীত প্রকল্প নির্মাণে উক্ত পর্যায়ে বিদ্যমান মহাপরিকল্পনা (Master Plan), ভূমি ব্যবহার পরিকল্পনা (Land Use Plan) ইত্যাদির সাথে সমন্বয় রক্ষা করা;

৭. পরিষদের সৌন্দর্যবর্ধন সংক্রান্ত পরিকল্পনা প্রনয়ণ এবং তার বাস্তবায়নে যথাযথ উদ্যোগ গ্রহণ করা;

৮. বাস্তবায়নাধীন অনুমোদিত প্রকল্প/কর্মসূচীর কাজ পরির্দশন করাএবং তা সুষ্ঠু ও পরিকল্পিত ব্যবহারে সুপারিশ প্রদান করা;

৯. সহকারী পরিকল্পনা ও গবেষণা কর্মকর্তার দায়িত্ব প্রদান, তদারকি ও তত্ত্বাবধান করা;

১০. বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প/কর্মসূচী অনুযায়ী বাজেট প্রণয়ন, অর্থ ছাড়করণএর ব্যবস্থাকরণ।

১১. উন্নয়ন প্রকল্প/কর্মসূচীর মাসিক, ত্রৈমাসিক ও বাৎসরিক প্রতিবেদন এবং প্রকল্পের সমাপ্তি প্রতিবেদন (পিসিআর) প্রনয়ণ করা;

১২. ক্রীড়া অবকাঠামোর ভূমি সংক্রান্ত তথ্য সংরক্ষণ করা;

১৩. কর্তৃপক্ষের আরোপিত অন্যান্য নির্দেশ পালন করা।

 

সহকারী পরিকল্পনা গবেষণা কর্মকর্তা

১. পরিকল্পনা কর্মকর্তার সহকারী হিসাবে দায়িত্ব পালন করা ও তার ন্যায়সংঙ্গত নির্দেশ পালন করা;

২. DPP, RDPP, PPNB I Feasibility Report, Project Completion Report (PCR) তৈরীতে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও সহযোগীতা করা;

৩.    প্রকল্প/কর্মসূচীর জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি), সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচী (আরএডিপি) ও বাজেট প্রনয়ই করা;

৪.    বাস্তবায়নাধীন অনুমোদিত প্রকল্প/কর্মসূচীর কাজ পরির্দশন করা এবং তা সুষ্ঠু ও পরিকল্পিত ব্যবহারে সুপারিশ প্রদান করা;

৫.    বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প/কর্মসূচীর অর্থ অবমুক্তির ব্যবস্থাকরণ ও হিসাব সংরক্ষণ করা এবং অনুমোদিত ডিপিপি/পিপিএনবি অনুযায়ী আর্থিক ব্যবস্থাপনা সম্পন্নকরণ;

৬.    উন্নয়ন প্রকল্প/কর্মসূচীর মাসিক, ত্রৈমাসিক ও বাৎসরিক প্রতিবেদন এবং প্রকল্পের সমাপ্তি প্রতিবেদন (পিসিআর) প্রনয়ণে পরিকল্পনা কর্মকর্তাকে সহযোগিতা প্রদান করা;

৭.    ক্রীড়াক্ষেত্রে অবদান, মান উন্নয়ন ও বিস্তার লক্ষ্যে কর্তৃপক্ষের দিকনির্দেশনা মোতাবেক গবেষনা কাজ সম্পাদন করা।

 

উপ-সহকারী প্রকৌশলীঃ

১. এ শাখার উর্ধ্বতন কর্মকর্তা (পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক, পরিকল্পনা কর্মকর্তা, প্রকল্প প্রকৌশলী) - কে সহযোগীতা প্রদান ও তাদের ন্যায় সংঙ্গত নির্দেশ পালন করা;

২. প্রকল্প/কর্মসূচীরসকল কাজ মাঠ পর্যায়ে তদারকী করা ও প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করা;

৩. নির্মাণ সংশ্লিষ্ট কাজে গুনগত মান বজায় রাখা এবং এ সম্পর্কে যথাসময়ে কর্তৃপক্ষকে অবহিত করা;

৪. কার্য-সহকারীকে দায়িত্ব প্রদান, তদারকী ও নির্দেশনা প্রদান করা;

৫. বাস্তবায়িত কাজের পরিমাপ গ্রহণকরতঃ বিল যথাযথভাবে প্রস্তুতকরণ;

৬. প্রকল্প/কর্মসূচীর মাঠ পর্যায়ে পরিমাপ গ্রহণ ও প্রাক্কলন প্রনয়ণ করা।