Wellcome to National Portal
জাতীয় ক্রীড়া পরিষদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ August ২০২৪

সচিব

মো: আমিনুল ইসলাম, এনডিসি

সচিব

জাতীয় ক্রীড়া পরিষদ, ঢাকা

ফোন : ৪১০৫০৫৫২

মোবাইল : +৮৮০১৭২৬-৪২১৬১৭

-মেইল: secretary@nsc.gov.bd

ওয়েব: www.nsc.gov.bd


জাতীয় ক্রীড়া পরিষদের সচিব হিসেবে ১৪ জানুয়ারি ২০২৪ তারিখে দায়িত্ব গ্রহণ করেছেন যুগ্মসচিব মোঃ আমিনুল ইসলাম, এনডিসি। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা। ২০০১ সালের ২৮ মে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারি কমিশনার হিসেবে চাকুরি জীবন শুরু করেন। এরপর পর্যায়ক্রমে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার; নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার, সিনিয়র সহকারি কমিশনার, নেজারত ডেপুটি কালেক্টর ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট (আমলী আদালত ও দ্রুত বিচার আদালত); প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার প্রটোকল অফিসার; নোয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট; বিসিএস প্রশাসন একাডেমিতে উপ-পরিচালক; শিক্ষা মন্ত্রণালয়ে সিনিয়র সহকারি সচিব; প্রবাসী বাংলাদেশীদের শীর্ষ গন্তব্যস্থল সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ কাউন্সেলর (শ্রম); বিআইডব্লিউটিসি-এর পরিচালক (প্রশাসন) এবং বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ে যুগ্মসচিবসহ বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেছেন। তিনি সিলেট ক্যাডেট কলেজ থেকে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ৮ম স্থান এবং এইচএসসি পরীক্ষায় বোর্ড বৃত্তিসহ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে বিভাগীয় বৃত্তিসহ প্রথম শ্রেণিতে বি.কম. (সম্মান) ও প্রথম শ্রেণিতে এম.কম. ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে La Trobe University, Melbourne, Australia হতে তিনি Master of International Business and Master of International Relations ডিগ্রি অর্জন করেন। গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং হার্ভার্ড কেনেডি স্কুলের উদ্যোগে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গঠিত সিভিল সার্ভিস অনুষদ সদস্য হিসেবে তিনি তালিকাভুক্ত। ইতোপূর্বে তিনি Resource Persons Pool-2008 এর একজন সদস্য ছিলেন। তিনি ২০২৩ সালে ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ হতে ন্যাশনাল ডিফেন্স কোর্স সম্পন্ন করেছেন। দেশের অভ্যন্তরে বিভিন্ন প্রশিক্ষণের মধ্যে ২৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে সম্মিলিত মেধা তালিকায় ৪র্থ এবং ৪৬তম আইন ও প্রশাসন কোর্সে সম্মিলিত মেধা তালিকায় ৯ম স্থান অর্জন করেছেন। অধিকন্তু, বিসিএস প্রশাসন একাডেমীতে অনুষ্ঠিত নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণের জন্য প্রশিক্ষণ (৬ষ্ঠ ব্যাচ)-এ ১ম স্থান অর্জনসহ বিএমএ অফিসার্স ওরিয়েন্টেশন কোর্স, সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ, ভূমি প্রশাসন কোর্স, Training on Procurement of Goods and Services, Advanced Course on Administration and Development ইত্যাদি প্রশিক্ষণ কৃতিত্বের সাথে সম্পন্ন করেছেন। পাশাপাশি বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য তিনি জাপান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ওমান, নেপাল, ভারত ও পর্তুগাল সফর করেছেন। তাছাড়া ভারতের নদীয়া ও শিলিগুড়িতে অনুষ্ঠিত DC-DM Joint Border Conference-এ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে তিনি অংশগ্রহণ করেছেন। প্রসঙ্গতঃ দেশের অভ্যন্তরে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণে সহপাঠ কার্যক্রমের ক্রীড়া অংশে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল। ক্যাডেট কলেজ জীবনেও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে একজন দক্ষ সংগঠক হিসেবে তিনি সাফল্য অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয় জীবনে এবং বিভিন্ন কর্মস্থলে ক্রীড়ানুরাগী হিসেবে তার পরিচিতি রয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই পুত্র সন্তানের পিতা।